Follow us:

Science Olympiad-2024

uploads/teacher/teacher1719999720.jpg
‘নটরডেম বিজ্ঞান ক্লাবের হাত ধরে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ ‘ নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রানার্সআপ (কিটোন গ্রুপ) ও তৃতীয় স্থান (গ্যালাক্সি গ্রুপ) অর্জন করেন।
এ গৌরব অর্জনের জন্য অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম মহোদয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান।